
ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন করোনা রোগীদের পাশে দাঁড়িয়েছেন সিরাজগঞ্জ জেলার পুলিশ বাহিনীর ১৭ সদস্য।
আজ শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে পুলিশ সুপার হাসিবুল আলম, বিপিএম এর দিকনির্দেশনায় রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন করোনা রোগীদের প্লাজমা দানের জন্য সিরাজগঞ্জ পুলিশ লাইনস্ থেকে বাস যোগে ঢাকার উদ্দেশ্যে জেলা পুলিশের ১৭ সদস্যকে প্রেরণ করেছেন।
এসময় মোঃ শরাফত ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর), সিরাজগঞ্জ সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

দেশের বিভিন্ন দুর্যোগ, মহামারীসহ সকল সময় মানুষের পাশে থাকে পুলিশ বাহিনীর সদস্যরা।
জানা যায়, জেলা পুলিশের প্রায় ১২০ জন সদস্য ইতোমধ্যে করোনার সঙ্গে যুদ্ধ করে জয়ী হয়েছেন। এদের মধ্যে আজ ১৭জন প্লাজমা দান করেছেন।
উল্লেখ্য, জেলা পুলিশের ১৩০ জন সদস্য করোনার আক্রান্ত হয়েছিলেন, এর মধ্যে ১২০ জন সুস্থ হয়ে উঠেছেন। বাকীরা চিকিৎসাধীন রয়েছেন। আক্রান্তদের মধ্যে এক ইন্সপেক্টর মৃত্যুবরণ করেছেন।
