
হাসান সোহান
সিরাজগঞ্জ সদরে ৭০ বোতল ভারতীয় ফেনসিডিল সহ ০১ আসামী গ্রেফতার করেন জেলা গোয়েন্দা শাখা। অভিযানটি পরিচালনা করেন গোয়েন্দা পুলিশের এস আই মোঃ নাজমুল হক।
রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন কড্ডার মোড় থেকে আসামী মোঃ সোহেল রানা (২৮) কে ৭০ বোতল ভারতীয় ফেনসিডিল সহ আটক করেন জেলা গোয়েন্দা পুলিশ।
গোয়েন্দা পুলিশ সুত্রে জানা যায়, আসামী মোঃ সোহেল রানা (২৮) টাঙ্গাইল জেলার গোপালপুর থানার ভেংগুলা গ্রামের মোঃ নুরুল ইসলাম (৭০) এর ছেলে। এই সংক্রান্তে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মামলা দায়ের করেন গোয়েন্দা পুলিশ।
এ অভিযানে সার্বিক সহায়তা করেন সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার হাসিবুল আলম, বিপিএম ও ওসি ডিবি মোঃ মিজানুর রহমান।
